খুলনা | রবিবার | ০৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২

খুলনায় বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৯ এ.এম | ০৪ মে ২০২৫


খুলনায় এক সন্ত্রাসীকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টায় ময়ূরী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম হাফিজুল শেখ (২৪)। সে দৌলতপুর থানার দত্তবাড়ি তরুনসেনা রোডের ইউসুফ শেখের পুত্র।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং-এর সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টায় লবণচরা থানা পুলিশ নগরীর কেডিএ ময়ূরী আবাসিকস্থ বি-ব্লকে পূর্বপাশে চৌরাস্তায় চেকপোস্ট বসায়। চেকপোস্টে ডিউটিরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে হাফিজুল নামে এক ব্যক্তিকে দাড় করিয়ে চেক করলে তার কোমর হতে ম্যাগাজিনে ২ রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে হরিণটানা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।