খুলনা | সোমবার | ০৫ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২

ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে গুজব

খবর প্রতিবেদন |
০৩:০৩ পি.এম | ০৪ মে ২০২৫


ভারতীয় সংবাদমাধ্যম ‘আজতক বাংলা’ বাংলাদেশের একটি সরকারি অনুষ্ঠানের ছবি বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। এতে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে জড়িয়ে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।

শনিবার (৩ মে) প্রকাশিত ‘আজতক বাংলা’র এক ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যারা হাত মেলাচ্ছেন, তারা সেনাবাহিনীর কর্মকর্তা। তবে প্রতিবেদনের উপস্থাপক বলেন, তাদের পোশাক দেখে মনে হচ্ছে না তারা বাংলাদেশের সেনা। এমনকি তিনি প্রশ্ন তোলেন—‘এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা কর্মকর্তা? তাহলে বাংলাদেশে কী করছেন? এরা কি পাকিস্তানি সেনা?’

তবে এই দাবি ভিত্তিহীন প্রমাণ হয়েছে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে। প্রতিষ্ঠানটি জানায়, ওই ছবিতে থাকা ব্যক্তিরা পাকিস্তানি তো নয়ই, এমনকি সেনাবাহিনীর কেউও নন। তারা সবাই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা।

রিউমর স্ক্যানার আরও জানায়, এই ছবি ২৯ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের সময় তোলা। ছবিতে যাদের ড. ইউনূসের সঙ্গে দেখা যাচ্ছে, তাদের একজন হলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. ছিবগাত উল্লাহ, যিনি ওই অনুষ্ঠানে পদক গ্রহণ করেন।

পুলিশের সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর বলেন, ‘ছবিতে যারা আছেন, তারা সবাই বাংলাদেশ পুলিশের সদস্য। এটি আমাদের আনুষ্ঠানিক ইউনিফর্ম, যেটিকে সামার টিউনিক বলা হয়। পুলিশ সপ্তাহে আমরা সাধারণত এই পোশাক পরে থাকি।’

তার কথায় স্পষ্ট হয়, ড. ইউনূসের পাশে যাদের দেখা গেছে, তাদের পোশাক পুলিশের উৎসবকালীন বিশেষ পোশাক, যা সেনাবাহিনীর সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়।

রিউমর স্ক্যানারের মতে— ভারতীয় গণমাধ্যমে প্রচারিত তথ্য পুরোপুরি বিভ্রান্তিকর এবং অসত্য। একটি আনুষ্ঠানিক ও প্রামাণ্য সরকারি ছবিকে ভিন্ন প্রসঙ্গে তুলে ধরে, তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মিথ্যা সম্পর্ক দাঁড় করানোর চেষ্টা করেছে।

ভারতীয় মিডিয়ার এমন কাণ্ড-জ্ঞানহীন প্রচারনায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এমন ভুয়া তথ্য আঞ্চলিক সম্পর্কে অযথা উত্তেজনা বাড়াতে পারে।