খুলনা | সোমবার | ০৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ার এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:১১ এ.এম | ০৫ মে ২০২৫


ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমানের নামে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। উচ্চ আদালতের রায়কে উপেক্ষা করা এবং খামখেয়ালী ভাবে একটি মৎস্য ঘের জবর দখল করে দেওয়ার অভিযোগে ডুমুরিয়ার কোমলপুর গ্রামের আনজারুল ইসলাম খুলনা জজ কোর্টের আইনজীবী সরদার আব্দুল করিমের মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাটিয়েছেন। 
ওই নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুরে কোমলপুর গ্রামের আনজারুল ইসলাম ও তাদের ভাই বোনদের ৭৫ শতকের একটি মৎস্য ঘের রয়েছে। ভুক্তভোগীর দাদার ৪১০ নম্বর কবলা দলিল (২৭/২/৩৯) মুলে ওয়ারেশ সূত্রে  তারা ওই মৎস্য ঘেরটির মালিক। তবে গেল জরিপে ওই মৎস্য ঘেরের জমি তার এক ভাই রেজাউল ইসলামের নামে বেশি রেকর্ড দেখানো হয়েছে। যে কারণে রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলাও করা হয়েছে।  ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান গত ১৭ ফেব্র“য়ারি আপত্তি শুনানী মামলা নম্বর ১৯/২০২৫ তে আনজারুল ইসলাম ও তার ভাই-বোনদের নোটিশ করেন। যার স্মারক নম্বর ১৩২/১। তারা হাজির হয়ে উচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে বলে দাবি করলে এ্যসিল্যান্ড তাদের কোন কথা না শুনে ওই মৎস্য ঘের ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পরে রেজাউল সরদার দলবল নিয়ে এস্কেবেটর দিয়ে ওই মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কেটে ফেলে এবং জোর করে ওই ঘের দখল করে নেন। নোটিশে উলে­খ করা হয়েছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উচ্চ আদালতকে উপেক্ষা করেছেন। এদিকে তার হটকারিতরার জন্য আনজারুলদের দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। গেল ২৪ মার্চ এ লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। 
আনজারুল ইসলাম বলেন, গত ২৪ মার্চ লিগ্যাল নোটিশ পাঠালেও তিনি কোন জবাব এখনও দেননি। চলতি সপ্তাহে এ ব্যাপারে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানান। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। অভিযোগ পেলে সবকিছু জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান ট্রেনিং এ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।