খুলনা | সোমবার | ০৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ

খবর প্রতিবেদন |
১২:৫৫ এ.এম | ০৫ মে ২০২৫


মাগুরার বহুল আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় পঞ্চম দিনে চারজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। রোববার বেলা ১১টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য দেন মাগুরা সদর হাসপাতালের দু’জন নার্স, অভিযুক্ত হিটু শেখের এক প্রতিবেশী এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একজন চিকিৎসক।
এর আগে জেলা কারাগার থেকে সকল আসামিদের আদালতে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল। তিনি বলেন, ‘মাগুরাতে আছিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। রোববার আদালতে চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করেন এবং আদালত সবকিছু শুনে আগামীকাল (সোমবার) আবারও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।’ 
আইনজীবী মনিরুল ইসলাম মুকুল আরও বলেন, চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এ মামলার রায় হবে বলে আশা রাখছি। 
রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যার চেষ্টাও করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া। এ ঘটনায় হিটু শেখকে প্রধান আসামি করে মামলা করেন শিশুটির মা। সে মামলায় গত ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়।