খুলনা | সোমবার | ০৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২

অভিনব প্রতারক চক্রের থেকে অল্পের জন্য রক্ষা পেলেন দৌলতপুরের আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক |
০১:৩০ এ.এম | ০৫ মে ২০২৫


অভিনব প্রতারক চক্রের থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শেখ আব্দুল মান্নান। ঘটনা ঘটে ২৯ এপ্রিল বিকেলে। নগরীর দৌলতপুরের পাবলা এলাকার শেখ আব্দুল জব্বারের ছেলে তিনি। এ ঘটনায় দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি (যার নং ১৩০২, তাং-৩০/০৪/২০২৫)।
সাধারণ ডায়েরিতে তিনি উলে­খ করেছেন, গত ২৯ এপ্রিল বিকেল ৪টার দিকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরের হোয়াটস্অ্যাপে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের লোগো সম্বলিত ০১৬২০৩৮৭৮৮৩ নম্বর থেকে অজ্ঞাতনামা ব্যক্তি একাধিক বার কল দিয়ে তাকে বলে ইস্টার্ন ব্যাংকের তার এ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে। পুনরায় এ্যাকউন্টটি এ্যাক্টিভ করতে ার এনআইডি নম্বর ও ক্রেডিট কার্ডের নম্বরটি তাদের দিতে বলে। তিনি সরল বিশ্বাসে তার এনআইডি নম্বর, ইস্টার্ন ব্যাংক লিঃ এর এ্যাকাউন্ট নম্বর দেন। অজ্ঞাতনামা ব্যক্তির কথা মতো তার স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ছবি, ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের নম্বরও দিয়ে দেন। তারপর অজ্ঞাতনামা ব্যক্তি +৮৮০৯৬৩৮৮৫৭৫২৭ নম্বর থেকে তার মোবাইল নম্বরে ফেস ডিটেক্টের জন্য কল দিয়ে তার মুখ মন্ডলের কিছু ছবি নেয়। এর কিছুক্ষণ পর বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হলে তিনি তার ছেলের কাছে ঘটনাটি বলেন। তার ছেলে অজ্ঞাতনামা ব্যাক্তির সাথে কয়েক মিনিট কথা বলতেই কল কেটে যায়। পরবর্তীতে আমি ইস্টার্ন ব্যাংক লিমিটেড ব্যাংকে যেয়ে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান।