খুলনা | বুধবার | ০৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২

কালিয়ায় যৌথবাহিনীর অভিযান, পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি |
০৪:০২ পি.এম | ০৫ মে ২০২৫


নড়াইলের কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশী তৈরী পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত চালানো এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে তাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলো- উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রাম ও ইউনিয়নের মৃত জলিল শেখের ছেলে জাহিদুল (৫০),মৃত হাবিবুর রহমানের ছেলে জুলফিকার (৪৫) এবং মকবুল শেখের ছেলে শাহাবুদ্দিন (৪০)। এছাড়া অভিযানের সময় পালিয়ে যাওয়া মাহবুব নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অভিযানে একটি দেশী তৈরী পিস্তল, দুটি গুলি, ১০টি রামদা, দুটি ছ্যান দা, তিনটি চায়নিজ কুড়াল, সাতটি চা পাতি (দেশীয় ধারালো অস্ত্র), পাঁচটি  টেটা এবং একটি বল্লম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ  হেফাজতে  নেয়া হয়েছে।

উপজেলার নড়াগাতী থানার ওসি মো.শরীফুল ইসলাম বলেন, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে। সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।