খুলনা | মঙ্গলবার | ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২

উপাচার্যের শোক

খুবির সহকারী রেজিস্ট্রার মাহমুদ হাসান মল্লি­কের পিতার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ০৬ মে ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে কর্মরত সহকারী রেজিস্ট্রার মোঃ মাহমুদ হাসান মল্লি­কের পিতা মোঃ আফতাব উদ্দিন মলি­ক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার ভোর ৪টায় খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
তিনি মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর জানাজা শেষে তাকে বাগেরহাটে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে  কর্মরত সহকারী রেজিস্ট্রার মোঃ মাহমুদ হাসান মলি­কের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ পরিষদের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।