খুলনা | মঙ্গলবার | ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২

খুলনায় সমাবেশ সফলে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:২৩ এ.এম | ০৬ মে ২০২৫


খুলনায়  ১৬ ও ১৭ মে অনুষ্ঠিতব্য “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং “তারুণ্যের রাজনৈতিক অধিকার-প্রতিষ্ঠার সমাবেশ” কে সফল করতে বাগেরহাটে প্রস্তুতি সভা করেছে জেলা যুবদল। সোমবার বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক বিল­াল হোসেন তারেক। 
জেলা যুব দলের সাবেক সভাপতি হারুনার রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আব্দুল­াহ, সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল­া সুজন।
প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় নেতা বিল­াল হোসেন তারেক বলেন, ১৬ ও ১৭ মে খুলনায় লক্ষাধিক যুবকের সমাবেশ ঘঠাতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সকল যুবকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ছাড়া তারুণ্যের শক্তি কাক্সিক্ষত ফল দিতে পারে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে তরুণদের ঐক্যবদ্ধ রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।