খুলনা | মঙ্গলবার | ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২

হিথ্রো বিমানবন্দরে বিদায় বেলায় আবেগাপ্লুত

ফিরছেন খালেদা জিয়া

খবর প্রতিবেদন |
০১:০১ এ.এম | ০৬ মে ২০২৫


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস চিকিৎসা শেষে আজ ফিরছেন দেশে। তিনি দোহায় যাত্রাবিরতির পর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়। এর আগে সোমবার যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের এয়ার এ্যাম্বুল্যান্স দোহার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করে। সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডাঃ জুবাইদা রহমান ও  সৈয়দা শামিলা রহমান। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপি’র মিডিয়া সেল জানায়, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার এ্যাম্বুলেন্সটি রাত ৯টা ৩৫ মিনিটে উড্ডয়ন করে।’ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এবং এক ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বড় ছেলে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে বের হয়ে প্রায় ৪০ মিনিটের মধ্যে হিথ্রো বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে তার মাকে হিথ্রো বিমানবন্দরে নিয়ে যান এবং বিদায় জানান। সেখানে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা গেছে।
খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তারেক রহমানের পাশের সিটে এবং জোবাইদা রহমান ও তার মেয়ে গাড়ির পেছনের সিটে বসেছিলেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, তিনি খুশির সঙ্গে তার মাকে বিদায় জানাতে এবং বিমানবন্দরে অন্য সফরসঙ্গীদের ‘আল­াহ হাফেজ’ বলছেন।
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মাকে বিমানবন্দরে নিয়ে যান।
তিনি বলেন, ‘গাড়িতে সামনের আসনে ছেলের পাশে বসেন খালেদা জিয়া। দুই পুত্রবধূ জুবাইদা রহমান,  সৈয়দা শর্মিলা রহমান এবং তারেক রহমানের মেয়ে জায়মা রহমানও ছিলেন গাড়িতে।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি নাসির আহমেদ শাহীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে মোট ১৩ জন দেশে যাচ্ছেন। নির্ধারিত সময়েই সব কিছু সম্পন্ন হয়েছে।
লন্ডন সময় মধ্যরাতে তার লন্ডনের ভিসার মেয়াদ শেষ হবার কথা। ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও গত ঈদের পর থেকেই দেশে ফিরতে উদগ্রীব ছিলেন খালেদা জিয়া।
খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরের কাছে জড়ো হন বিএনপি’র যুক্তরাজ্য শাখার কয়েকশ’ নেতা-কর্মী। গাড়ি দেখে দলের নেতা-কর্মীরা শ্লোগান দিলে তিনি তাদের দিকে হাত নাড়েন।
বিদায় বেলায় আবেগাপ্লুত : যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছেলে তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে হিথ্রো বিমানবন্দরের নিয়ে আসেন।
বিমানবন্দরের ধূসর আকাশে যেন আবেগের এক ছায়া নেমে এলো। সময় থমকে দাঁড়ায় মুহূর্তে মায়ের হৃদয় ছেলের হাত থেকে সরে যেতে চায় না। আবেগ সেখানে কেবল শব্দের অতীত এক নীরব কবিতা। খালেদা জিয়ার কাঁদো কাঁদো চোখে বিদায়ের আর্তনাদ। বিদায় বেলায় উদ্ভূত হয় এক আবেগঘন পরিবেশের। পাশে দাঁড়িয়ে হাসোজ্জ্বোল আছেন পুত্রবধূ জুবাইদা রহমান।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার এ্যাম্বুলেন্স করে গত ৭ জানুয়ারি লন্ডনে যান। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত¡াবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন।