খুলনা | মঙ্গলবার | ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২

মানহীন মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ

খবর প্রতিবেদন |
০১:৫২ এ.এম | ০৬ মে ২০২৫


মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন। ওই প্রতিবেদনে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ৩২টি মুখ্য সুপারিশ রয়েছে। সেখানে ১২ নম্বর সুপারিশে চিকিৎসা শিক্ষা সংস্কারের বিষয়টি উঠে আসে।
সেখানে বলা হয়, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে একটি সমন্বিত, নীতিনির্ভর ও কাঠামোগত সংস্কার অপরিহার্য। নিম্নোক্ত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন; জনস্বাস্থ্য চাহিদা, ছাত্র-শিক্ষক অনুপাত, প্রতিষ্ঠান সক্ষমতা এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসারে দেশের সকল মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করতে হবে।
এতে বলা হয়, মূল্যায়নের ভিত্তিতে প্রতিষ্ঠান পুনর্গঠন, প্রতিষ্ঠান সংখ্যা ও আসন সংখ্যা পুনর্বিন্যাস করতে হবে। মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। তবে ছাত্র-ছাত্রীদের ক্ষতি এড়াতে তাদের অন্যান্য স্বীকৃত মেডিকেল কলেজে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে।
দেশে ১১০টি মেডিকেল কলেজের মধ্যে ৩৭টি সরকারি। এর মধ্যে নেত্রকোনা, চাঁদপুর, হবিগঞ্জ, নওগাঁ, মাগুরা ও নীলফামারী সরকারি মেডিকেল ন্যূনতম মান নিশ্চিত করতে পারছে না। বেসরকারি প্রায় ২০টি মেডিকেল কলেজ তাদর মান নিশ্চিত করতে পারছে না।