খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক! ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৪৩ পি.এম | ০৬ মে ২০২৫


ভারতের বরোদা দলের ক্রিকেটার শিবালিক শর্মাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার একাধিক ভারতীয় গণমাধ্যম এমনটাই জানিয়েছে। বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছেন এই অলরাউন্ডার।

শিবালিক মূলত বরোদার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। এছাড়া তিনি একসময় আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের স্কোয়াডেও ছিলেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শিবালিক একটি নারীর সঙ্গে সম্পর্ক গড়েছিলেন এবং বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অভিযোগকারী নারী জানিয়েছেন, প্রায় দুই বছর আগে গুজরাটের ভাডোদরায় শিবালিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং নিয়মিত ফোনে যোগাযোগ ছিল। সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন শিবালিক।

পরে অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে হাজির করা হয় এবং সেখান থেকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার বরোদার হয়ে ১৮টি ফার্স্ট ক্লাস, ১৩টি লিস্ট ‘এ’ ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার রান ১০০০’র বেশি, ব্যাটিং গড় ৪৩.৪৮। বাঁহাতি ব্যাটার হওয়ার পাশাপাশি লেগ স্পিন বল করতেও পারেন শিবালিক। ২০১৮ সালে বরোদার হয়ে অভিষেকের পর থেকে নিয়মিত খেলছেন তিনি। চলতি রঞ্জি ট্রফি মৌসুমেও দলে ছিলেন।

আইপিএল ২০২৩-এর নিলামে মুম্বাই ইন্ডিয়ানস তাকে কিনেছিল ঠিকই, তবে একাদশে সুযোগ না পাওয়ায় এখনো আইপিএলে অভিষেক হয়নি শিবালিকের। ঘরোয়া ক্রিকেটে পরিচিত হলেও, ব্যক্তিগত জীবনের এমন ঘটনায় এখন বড় বিতর্কে জড়িয়েছেন এই ক্রিকেটার।