খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

নাশকতার মামলায় কারাগারে চেয়ারম্যান

ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নবাসী ২১ দিন নাগরিক সেবা বঞ্চিত

চুকনগর (ডুমুরিয়া) প্রতিনিধি |
১১:৩৬ পি.এম | ০৭ মে ২০২৫


ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন কারাগারে থাকায় গত ২১দিন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে গুটুদিয়া ইউনিয়নবাসী। গত ১৭ এপ্রিল চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের হওয়া বিএনপি খুলনা মহানগর শাখার সভাপতি এড. শফিকুল আলম মনার বাসভভনে হামলা ও লুটপাটের অভিযোগে দাযেরকৃত মামলায় তিনি করাগারে রয়েছেন। চেয়ারম্যান তুহিন শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ও মৎস্যজীবী লীগের নেতা। ১৭ এপ্রিল চেয়ারম্যান তুহিন আদালতে উচ্চ আদালতে আগাম জামিনের মেয়াদ শেষ। পরে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয়। তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেয় আদালত। এরপর ২০ এপ্রিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ এমদাদুল হক ২০ এপ্রিল চেয়ারম্যান কারাগারে থাকায় ইউনিয়ন পরিষদ পরিচালনার নির্দেশনা চেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর পত্র প্রেরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জেলা প্রশাসক বরাবর এবিষয়ে সিদ্ধান্ত জানতে চেয়ে দাপ্তরিক পত্র প্রেরণ করেন। কিন্তু অদ্যাবধি এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। 
ডুমুরিয়া উপজেলা অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, গুটুদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করাগারে থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের নির্দেশনা চেয়ে উধধতন কতৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হয়েছে। আশা করছি দুই/একদিনে মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে। এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারাগারে থাকা বা চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে শূন্য হলে আইনানুযায়ী পদায়ন করা হবে। গুটুদিয়া ইউনিয়ন পরিষদের বিষয়টিও আইন অনুযায়ী দায়িত্ব দেয়া হবে বলে জানান তিনি। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, চেয়ারম্যানের শূন্যপদে দায়িত্ব দেয়া জেলা প্রশাসকের নিয়ন্ত্রনাধীন। এ বিষয়ে জেলা প্রশাসক যাতে দ্রুত ব্যবস্থা নেন সে জন্য নির্দেশনা দেয়া হবে। জুলাই আন্দোলনের বিপরীতমুখী অবস্থানে থাকা গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন হাসিনা সরকারের পতনের পর তুহিন আত্মগোপনে চলে যায়।২০২৪ সালের ১১ ডিসেম্বর বিএনপি খুলনা মহানগর শাখার সভাপতি এড. শফিকুল আলম মনার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলার ৪৬ নম্বর আসামী। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২১ নভেম্বর আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনালে পাইকগাছার ছাত্রদল কর্মী রকিবুল হাসান হত্যার সাথে যুক্ত থাকার অভিযোগে তার পিতা রফিকুল ইসলাম মামলা করেছেন। ওই মামলার ১৫৬ নম্বর আসামি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম।