খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

আম গাছের সাথে শত্রুতা!

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৩৮ পি.এম | ০৭ মে ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে শত্রুতায় কেটে ফেলা হলো ১৬টি গোবিন্দভোগ আমের চারা। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
বেজুয়া গ্রামের প্রয়াত কালীপদ মন্ডলের ছেলে বিশ্বনাথ মন্ডল ও মধুসূদন মন্ডল জানান বাড়ির পাশে তাদের একটি মাছের ঘের রয়েছে। ওই ঘেরের ভেড়িবাঁধে গোবিন্দভোগ আমের চারা রোপণ করা হয়। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা শত্র“তাবশতঃ ১৬টি আমগাছ কেটে দিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড মেম্বারের নিকট অভিযোগ করেছেন। দোষীদের খুঁজে বের করে এ ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।