খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

আশাশুনিতে সার্চ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৩৯ পি.এম | ০৭ মে ২০২৫


আশাশুনি সদরসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র সার্চ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে জেলা বিএনপি কর্তৃক সদর ইউনিয়নসহ ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে সার্চ কমিটি দেওয়ার প্রতিবাদে ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। 
পথসভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আলীম। উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সরদার রুহুল আমিনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক শেখ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক রবিউল আউয়াল ছোট, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শফিউল আলম সুজন প্রমুখ। বক্তারা আশাশুনি সদর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল আলীমসহ বিভিন্ন ইউনিয়নের ত্যাগি নেতা-কর্মীদের বাদ দিয়ে জেলা বিএনপি’র ঘোষিত সার্চ কমিটি অবিলম্বে বাতিলের জোর দাবি জানান।