খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আহবায়ক কমিটি অনুমোদন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৩৯ পি.এম | ০৭ মে ২০২৫


আশাশুনিতে উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল গফফারের সুপারিশ সাপেক্ষে কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় আনুষ্ঠানিকভাবে আহবায়ক কমিটি অনুমোদন দেন। কমিটিতে গ্রাম ডাঃ মফিজুল ইসলাম লিংকন কে আহবায়ক এবং রাশিদুজ্জামান কে সদস্য সচিব করা হয়েছে। 
কমিটির অন্যান্যের মধ্যে গ্রাম ডাঃ আরমিন ইসলাম সানা, বিদ্যুৎ চক্রবর্তী ও গোলাম ইয়াছিন যুগ্ম-আহবায়ক এবং শেখ খলিফাতুল­াহ, হারুনার রশিদ, ফয়সাল আহামেদ, আব্দুস সাত্তার, শেখ আবু জাহাম, বাবুল হোসেন, প্রবীর কুমার, সিরাজুল ইসলাম, শেখ তারিক হোসেন, শেখ আব্দুর সবুর, বিশ্বজিৎ কুমার মন্ডল, আব্দুর রউফ, মির্জা হাসান ইকবাল, অজিত কুমার গাইন, জাহাঙ্গীর হোসেন টুকু, মনোহর চন্দ্র মন্ডল, কৃষ্ণপদ রায়, পবিত্র রায়, আকরাম হোসেন, পলাশ চন্দ্র মন্ডল, সাহেব আলী ও বিনয় কৃষ্ণ মিত্রকে কার্যকরী সদস্য করে মোট ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।