খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

আশাশুনিতে মিথ্যা মামলা ও হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ০৭ মে ২০২৫


আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা এলাকায় সন্ত্রাসী স্টাইলে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করে রোষাণলে পড়েছেন বাদী পক্ষ। এব্যাপারে হয়রানি ও মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে স্থানীয় ইউপি সদস্য রায়হানুজ্জামান আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার শির্ষা গ্রামের মৃত মহিউদ্দীন মোড়লের ছেলে প্রতাপনগর ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার রায়হানুজ্জামান লিখিত বক্তব্যে জানান, তার ওয়ার্ডের আওয়ামী লীগের দোসর, দুস্কৃতিকারী, চাঁদাবাজ ও কালোবাজারী মান্নান গাজী, মারুফ গাজী, ফারুক গাজী, শমিম গাজী, সোহাগ গাজী, সাকিব গাজী, আঃ সালাম, হামিদ গাজী, নাজমুল গাজী, কামাল গাজী এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী হিসাবে পরিচিত। গত ১ মার্চ একই ওয়ার্ডের জোবায়ের আহমেদ ও সাইদ পাশের আহলে হাদীস মসজিদে যাচ্ছিলেন। মসজিদের পশ্চিম পাশে পৌঁছলে তারা অতর্কিত জোবায়ের ও সাইদের উপর দা, লাঠি, জিআই পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তৎক্ষণাৎ তিনি (মেম্বার রায়হান) ঘটনাস্থলে গিয়ে তাদেরকে রক্তাক্ত জখমী অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তিনি হামলাকারীদের নিবৃত করতে এগিয়ে গেলে তার উপরেও চড়াও হয়ে আহত করা হয়। স্থানীয়রা থানা পুলিশের সহায়তায় আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যাপারে থানায় ৩ মার্চ মামলা দায়ের করা হয়। অথচ আক্রমণকারীরা আক্রমণের শিকার ব্যক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্তদের হেনস্তা ও হয়রানি করার লক্ষে আদালতে দু’টি মিথ্যা মামলা দায়ের করেছে। যাতে ১৫ জনকে আসামি করা হয়েছে। আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত মেম্বার রায়হান, আছাদুল, নুরুল ইসলাম, জোবায়ের আহমেদ, জাহিদুল ইসলাম ও নাজমুল হুদা জানান হামলার শিকার জোবায়েরদের মামলায় জামিন নিয়ে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তাদের মিথ্যা মামলা ও নানা হুমকি-ধামকি’তে তারা ও তাদের পরিবার শঙ্কিত হয়ে পড়েছে। এব্যাপারে তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়েন্দা বিভাগ ও আদালতের কাছে প্রতিপক্ষের হয়রানি থেকে বাঁচতে এবং দুস্কৃতকারীদের আইনের আওতায় আনতে ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন।