খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

তামাকের ন্যায্য দাম চাওয়ায় ঝিনাইদহে কৃষককে মারধর

ঝিনাইদহ প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ০৭ মে ২০২৫


ঝিনাইদহে তামাকের ন্যায্য দাম চাওয়ায় এক কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর বিরুদ্ধে। বুধবার বিকেলে জেলার সদর উপজেলায় অবস্থিত কোম্পানির ২ নম্বর ক্রয় সেডে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকের নাম মেহেরাব হুসাইন রিফাত। তার পিতা রিপন হোসেন অভিযোগ করেন তিনি ও তার ছেলে তামাক বিক্রির উদ্দেশ্যে কোম্পানির ক্রয় কেন্দ্রে আসেন। কিন্তু কোম্পানির প্রতিনিধি তাদের তামাকের মান খারাপ বলে দাবি করে কম দাম দিতে চান। রিফাত ও তার পিতা যখন তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য দাবি করেন তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কথাকাটাকাটির এক পর্যায়ে ২ নম্বর সেডের লেবাররা দলবদ্ধভাবে রিফাতের উপর হামলে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে নিরাপত্তা কর্মীরা নির্লিপ্ত ভূমিকা পালন করে বলে অভিযোগ স্থানীয়দের।
বিল­াল হোসেন নামের আরেক কৃষক বলেন, মারামারির সময় আমি মোবাইলে ভিডিও করেছিলাম। সেই দেখে আমাকেও মারধর করতে আসে। পরে আমি দৌড়ে রাস্তায় চলে যাই। পরে এরিয়া ম্যানেজার আমাকে ডেকে আমার মোবাইল নিয়ে সকল ভিডিও মুছে ফেলে।  রিফাতের পিতা রিপন হোসেন বলেন, আমার যে তামাক সেই তামাকের দাম ২৩৮ টাকা। কিন্তু আমাকে দিতে চায় ১৬০ টাকা কেজি দরে। আমি দাম বেশি চাওয়ায় আমাদের ওপর ক্ষিপ্ত হয়। 
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন কৃষক বলেন, আমরা কষ্ট করে ফসল ফলাই, আর যখন ন্যায্য দাম চাই তখন মারধরের শিকার হই? এটা কোন দেশে বাস করছি আমরা?
এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ঝিনাইদহের এরিয়া ম্যানেজার নওরোজ রেজা বলেন তেমন কিছুই ঘটেনি। একটু ভুল বোঝাবুঝি হয়েছিলো। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল­াহ আল মামুন বলেন কৃষককে মারধরের ঘটনার অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।