খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৪ এ.এম | ০৮ মে ২০২৫


আনন্দঘন পরিবেশে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে দু'দিন ব্যাপী বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর সিএন্ডবি কলোনী মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দু’দিনব্যাপী এ বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।   
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ হাফিজুর রহমান, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলোজির ভারপ্রাপ্ত ডিন মোঃ ইনজামাম-উল-হোসেন, প্রক্টর শাকীল আহমদ, আইকিউএসি'র পরিচালক মোঃ তাজুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।