খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

নগরীতে ভারতীয় নাগরিকসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০২:১৮ এ.এম | ০৮ মে ২০২৫


খুলনার হরিণটানা, লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে বিদেশি মদ এবং ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। যাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক-পৃথক তিনটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, হরিণটানা থানার কৈয়া এলাকা থেকে সুজিত রায় (৩২) নামে এক ভারতীয় নাগরিককে তিন বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। সে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুর থানার মুড়গাছা নবপল­ী গ্রামের জনৈক খোকন রায়ের ছেলে। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।
এদিকে লবণচরা থানার মোল­াপাড়া এলাকা হতে মোঃ আসিফ এহসান সাব্বির (২৮) নামে একজন ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়। সে সদর থানার পশ্চিম টুটপাড়া এলাকার জনৈক মোঃ আনোয়ার হোসেন খোকনের ছেলে।
অপর দিকে খালিশপুর থানার নয়াবাটি এলাকা থেকে মোঃ ইব্রাহিম খলিলুল­াহ (২১) নামে একজন ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। সে ওই থানার গোয়ালপাড়া এলাকার জনৈক মোঃ বাশারের ছেলে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।