খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

লিটনদের পাকিস্তান সফর অনিশ্চিত

ক্রীড়া প্রতিবেদক |
০২:২০ পি.এম | ০৮ মে ২০২৫


ভারত-পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি ও সামরিক মহড়া উপমহাদেশের ক্রিকেট সফরে প্রভাব ফেলেছে আগেই। গত পরশু রাতে পাকিস্তানের মাটিতে ভারতের বিমান ও মিসাইল হামলার মধ্য দিয়ে সামরিক লড়াইয়ে জড়িয়ে পড়েছে দেশ দুটি। পাল্টাপাল্টি হামলায় বাংলাদেশ দলের পাকিস্তান সফর ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করা হলেও এ ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত বিসিবি। তবে দুই দেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার নীতি গ্রহণ করেছে বোর্ড। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ভারত-পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিবি গতকাল বেশি উদ্বিগ্ন ছিল পাকিস্তান সুপার লিগ খেলা (পিএসএল) জাতীয় দলের দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে। ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস ফোনে দুই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়ার পর স্বস্তি ফেরে। বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের দুই ক্রিকেটার ভালো আছে। নিরাপত্তা নিয়ে তারা কেউ উদ্বিগ্ন না। নাহিদ রানা ও রিশাদ হোসেনের সঙ্গে যোগাযোগ রেখেছে বাংলাদেশ দূতাবাস। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও আমাদের আশ্বস্ত করা হয়েছে।’

পিএসএলের চলতি মৌসুমের প্রথম থেকেই লাহোর কালান্দার্সে খেলছেন লেগস্পিনার রিশাদ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষ করে পেশোয়ার জালমিতে যোগ দেন ফাস্ট বোলার নাহিদ রানা। এ দুই ক্রিকেটারের নিরাপত্তা ইস্যু নিয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘পিএসএলে খেলা দুই ক্রিকেটারের নিরাপত্তা বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিসিবি সভাপতি ফারুক আহমেদ পিএসএল সিইও সালমান নাসিরের সঙ্গে ব্যক্তিগত পর্যায় থেকে যোগাযোগ করলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।’

ভারতের সামরিক হামলার পরও দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে পিএসএলের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও কারও পিএসএল ছেড়ে দেশে ফেরার কথা জানা যায়নি। দেশটি বিমান পরিষেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়ায় পাকিস্তান ছাড়ার সুযোগও নেই আন্তর্জাতিক ক্রিকেটারদের। তবে উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। ৭ থেকে ১০ মে রাওয়ালপিন্ডিতে হবে খেলা।