খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় আওয়ামী দোসরকে মারপিট শেষে পুলিশে সোপর্দ

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:২০ এ.এম | ০৯ মে ২০২৫


ডুমুরিয়ায় এক আওয়ামী দোসরকে বাড়ি থেকে ধরে নিয়ে মারপিট শেষে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার সকালে উপজেলার ধামালিয়া ইউনিয়নের মান্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ধামালিয়া ইউনিয়নের মান্দ্রা গ্রামের খালেক সরদারের ছেলে মশিয়ার সরদারকে (৫০) মারপিট শেষে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। সে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিগত সময়ে এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়াসহ উঠেছে নানা অভিযোগ। জমি দখল ও কেনাবেচা থেকে শুরু করে শালিস-বিচারের নামে টাকা আত্মসাৎ, পুলিশ দিয়ে বিএনপি-জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের হয়রানি করা, জোর করে ঘের দখল, দলের প্রভাব খাটিয়ে পাওনাদারের টাকা আত্মসাৎ করা ছাড়াও আছে একাধিক অভিযোগ। 
এ প্রসঙ্গে ধামালিয়া বিএনপি নেতা অধ্যাপক হুমায়ুন কবির স্বপন জানান, বিগত সময়ে তার অপকর্মে সাধারণ মানুষ ছিল অতিষ্ঠ। ৫ তারিখের পরে সে গা ঢাকা দিয়েছিল। পরবর্তীতে আমাদের কাছে এসে বললে আমরা তাকে নির্যাতিত মানুষের সঙ্গে মানিয়ে চলতে এবং পাওনাদারদের টাকা পয়সা পরিশোধ করে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে বলি। কিন্তু সে কারো টাকা পেিশাধ করেনি। এমনকি হারির টাকা না দিয়ে জোর করে ঘের দখলে রেখেছে। জমির দালালি পেশাও ছাড়তে পারেনি। এছাড়া গোপনে গোপনে দল গঠনের কার্যক্রম চালাচ্ছে। তার ওই অপকর্মের প্রতিবাদে আমাদের দলীয় নেতা-কর্মী ছাড়াও এলাকার জনগণ তাকে ধোলাই শেষে পুলিশের হাতে তুলে দিয়েছে। 
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, সকালে মান্দ্রা এলাকায় মারপিট শেষে কথিত এক নেতাকে মারপিট শেষে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা এবং তার বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।