খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:২১ এ.এম | ০৯ মে ২০২৫


ডুমুরিয়া সদরের সাজিয়াড়া গ্রামের হাবিবুর গাজী (৩৫) নামে এক ইজিবাইক চালক নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় বাড়ির উঠানে ছেড়া তার জোড়া দিতে যেয়ে অসাবধানতাবশত বিদ্যুস্পৃষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন। থানা পুলিশ ও এলাকাবাসী এ তথ্য নিশ্চিত করেছেন। 
জানা যায়, সাজিয়াড়া শেয়ারঘাটা এলাকার বাসিন্দা পির আলী গাজীর ছেলে হাবিবুর ধানের বিচালী নিয়ে বাড়ি আসতে যেয়ে ঘর থেকে গোয়াল ঘরে দেওয়া বিদ্যুতের তার ছিড়ে ফেলে। গতকাল বিকেলে ওই তার জোড়া দেওয়ার কাজ করছিলেন তিনি। এসময় বিদ্যুৎ ছিল না। তার জোড়া দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ আসে। এসময়ে ছেড়া তারের একটি অংশ বুকে থাকায় তার সমস্থ শরীর বিদ্যুৎতায়িত হয়। এ সময়ে তার পরনে শুধু লুঙ্গী ছিল পায়ে জুতা বা গায়ে কোন কাপড় ছিল না। যে কারণে তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দু’সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।