খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বৃক্ষরোপণ

খবর বিজ্ঞপ্তি |
০১:২৩ এ.এম | ০৯ মে ২০২৫


খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও অধ্যক্ষসহ সকল শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলেজের নবগঠিত কমিটির সভাপতি মোঃ এনামুল হক মলি­কের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাকিবের পরিচালনায় ক্যাম্পাসে বৃক্ষরোপন ও দোয়া অনুষ্ঠিত হয়। 
এসময় উপস্থিত ছিলেন খুলনা  পলিটেকনিক ইনস্টিটিউ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ হানিফ আকাশ ক্যাম্পাসে এমন অভিনব অনুষ্ঠানেই প্রমাণ করে যে তারেক রহমানের ৩১ দফা ও সুস্থ ধারার ছাত্র রাজনীতি বাস্তবায়নে ছাত্রদলের ভূমিকা সর্বোচ্চ থাকবে। 
এর আগে সকালে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের নবাগত কমিটিকে ফুল দিয়ে স্বাগত জানান। এছাড়াও ছাত্রদলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদের শুভকামনা জানান কলেজ কর্তৃপক্ষসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।