খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

হজ ব্রত পালনে সাংবাদিক দোহা সস্ত্রীক সৌদি আরব পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক |
০২:৪২ এ.এম | ০৯ মে ২০২৫


পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য, নয়াদিগন্ত খুলনা ব্যুরোর নিজস্ব প্রতিবেদক কলেজ শিক্ষক শামসুদ্দিন দোহা ও তার স্ত্রী সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলুর ছোট বোন শাহারা পারভীন তারু। গত বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে তারা ঢাকা ত্যাগ করেন।
হজের প্রস্তুতি, পারিবারিক ও পেশাগত ব্যস্ততার কারণে সকল শুভাকাক্সক্ষীদের কাছ থেকে দোয়া চাইতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সাথে মহান আল­াহর ইচ্ছায় সুচারুরূপে পবিত্র হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন সাংবাদিক শেখ শামসুদ্দিন দোহা। কর্মজীবনে তিনি নগরীর রায়েরমহল ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক হিসেবেও কর্মরত।