খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কোরআন তেলাওয়াত দিয়ে আ.লীগ নিষিদ্ধের সমাবেশ শুরু

খবর প্রতিবেদন |
০৪:০৩ পি.এম | ০৯ মে ২০২৫


আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু হয়।

সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়।

সরেজমিন দেখা গেছে, মঞ্চে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের নেতা সারজিস আলমসহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত আছেন। মঞ্চে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও আরও কয়েকজন সক্রিয় নেতা।

বৃহস্পতিবার রাত থেকেই সেখানে চলছিল অবস্থান কর্মসূচি। মূলত এনসিপির নেতৃত্বে এ কর্মসূচি শুরু হলেও সময়ের সঙ্গে আরও কিছু দল এতে যোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক ও রাজনৈতিক সংগঠন।

জুমার নামাজ সমাবেশস্থলেই আদায় করেন আন্দোলনকারীরা। নামাজ শেষে তারা বিক্ষোভে অংশ নেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্লোগান দেন।

সমাবেশস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।