খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

রূপসা প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ১০ মে ২০২৫


উপজেলার টিএবি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের শেখ মুজিবুর রহমানের পুত্র আছেল শেখ (৩১) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। পারিবারিক সূত্রে জানা যায় গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে পানি সেচের জন্য যায়। এ সময় পানির মোটর লাইনে বিদ্যুৎ না পাওয়ায় বিদ্যুৎ লাইন দেওয়ার জন্য বাড়িতে স্ত্রীর কাছে ফোন দেয়। ফোন পেয়ে লাইনটি সংযোগ দিলেও লাইনে সমস্যা থাকায় সে ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে ছিটকে পানিতে পড়ে যায়। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞান অবস্থায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত অছেল শেখের তিন বছর বয়সের একটি কন্যা শিশু রয়েছে। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টায় পাথরঘাটা গদাইখালীস্থ তার নিজ বাড়িতে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন অছেল শেখ ঘেরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসতর্কতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।