খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে এক সপ্তাহে প্রায় কোটি টাকার মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৪:৫৭ পি.এম | ১০ মে ২০২৫


সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

গত ৪ মে থেকে ৯ মে পর্যন্ত সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোস্ট এলাকা থেকে এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।

তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গত এক সপ্তাহে ৯৯৫ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল ভারতীয় মদ এবং ৪৫০ পিস সিল্ডেনাফিল ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়েছে।

এছাড়াও ২২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের পরিবেশ দূষণকারী গাড়ীর টায়ারের গুড়া, ৩৩ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৭ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, ৮১ হাজার ৭৮০ টাকার ইমিটেশনের গহনা, ২ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পাতার বিড়ি এবং হুণ্ডির ৩ লাখ বাংলাদেশী টাকা সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে।