খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

রবীন্দ্র জন্মজয়ন্তীর সমাপনীতে বিভাগীয় কমিশনার

খুলনা ও দক্ষিণডিহি’র সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল গভীর সম্পর্ক

ফুলতলা প্রতিনিধি |
০২:৩১ এ.এম | ১১ মে ২০২৫


খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, খুলনা ও দক্ষিণডিহি’র সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল গভীর সম্পর্ক। শিলাইদহের কুঠি বাড়িতে তাঁর বিচরণ থাকলেও পূর্ব পুরুষরা ছিল এখানে। বাংলাদেশের একজন সাধারণ মানুষ হয়েও তিনি তাঁর সাহিত্য ও কর্মের মধ্য দিয়ে বিশ্বের একজন অসাধারণ মানুষে পরিনত হয়েছেন। 
খুলনার ফুলতলা দক্ষিণডিহিতে জেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী ও লোক মেলার সমাপনী দিনে শনিবার সন্ধ্যায় মৃণালিনী মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা অধ্যাপক সিরাজ সাহেকীন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, মাজহারুল ইসলাম প্রমুখ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।