খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২

‘অপারেশন সিঁদুর’ এখনো শেষ হয়নি : ভারতীয় বিমান বাহিনী

খবর প্রতিবেদন |
০৩:৪৯ পি.এম | ১১ মে ২০২৫


পাহালগামে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সার্জিকাল স্ট্রাইক ‘অপারেশন সিঁদুর’ একটি চলমান অভিযান। এটি এখনো শেষ হয়নি।

আজ রোববার ( ১১ মে) এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এ কথা সাফ জানিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী।

এই এক্স পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানায়, ‘অপারেশন সিঁদু্রে নিজের দায়িত্ব সফল ভাবে পালন করছে ভারতীয় সেনারা। সেটি অত্যন্ত নিখুঁত ভাবে, পেশাদারিত্বের সঙ্গে করেছে তারা। সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের স্বার্থে।’

তারপরই এই পোস্টে বলা হয়, এই অভিযান এখনও চলছে। এ সম্পর্কে দেশবাসীকে সময়মতো সব জানানো হবে। এসময় সব ধরণের জল্পনা এবং অপতথ্যে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছে আইএএফ।

এর আগে পাকিস্তান হামলা করলে ভারত তার কঠিন জবাব দেবে বলে জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেন, পাহালগামে হামলার জেরে পাকিস্তানে চালানো ভারতের অপারেশন সিঁদুর এখনো চলছে। এটি এখনো শেষ হয়নি।অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারতের হামলায় অন্তত ১০০ সন্ত্রাসী নিহত হয়।

বৃহস্পতিবার ( ৮ মে) অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সুত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া