খুলনা | বুধবার | ১৪ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

ফুলতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফুলতলা প্রতিনিধি |
১২:৫৯ এ.এম | ১২ মে ২০২৫


খুলনা যশোর মহাসড়কের ফুলতলার যুগ্নিপাশা মাদ্রাসা এলাকায় রোববার দুপুরে নিউ নুপুর পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৭৯১০) এর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফরহাদ হাওলাদার (৪০) ঘটনাস্থলে নিহত হন। তিনি ফুলতলা উপজেলার দক্ষিণ গিলাতলার মৃত ইউসুফ হাওলাদারের পুত্র এবং শিরোমনি হামকো ব্যাটারির শ্রমিক। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নওয়াপাড়ার প্রেমবাগ শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।  হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে হাইওয়ে থানায় মামলা হয়েছে।