খুলনা | বুধবার | ১৪ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

যশোরে গাঁজাসহ ৪ জন গ্রেফতার মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:০২ এ.এম | ১২ মে ২০২৫


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোরের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার কোতোয়ালী ও ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। আটক আসামিরা হচ্ছে যশোরের ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের মোঃ আবু বক্কর (৫৭), বারাকপুর গ্রামের. মোঃ রাজিব হোসেন (৩৬), অমৃত বাজার খেয়াঘাট এলাকার মোঃ মারুফ হোসেন (৩০), ও একই এলাকার মোঃ ওহিদুল ইসলাম (৫৫)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাক্রমে মাহির দায়ান আমিন, মোঃ নাবিদ হোসেন, সুমাইয়া জাহান ঝুরকা, 
রাজিব হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, আবু বক্করকে ২ দিনের কারাদণ্ড ও ২,০০০ টাকা অর্থদণ্ড ,মারুফ হোসেনকে ২০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং ওহিদুল ইসলামকে ২ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। 
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেনের নেতৃত্বাধীন একটি টিম।