খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে মিজানুর রহমানের সম্পর্ক ছিন্ন

চিতলমারী প্রতিনিধি |
০৩:৩৩ পি.এম | ১২ মে ২০২৫


সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের সংগে সকল সম্পর্ক ছিন্নর ঘোষণা দিয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এস এম মিজানুর রহমান ঠান্ডা (৬৮)। আজ সোমবার (১২ মে) দুপুর ২টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আলহাজ্ব এস এম মিজানুর রহমান ঠান্ডা বলেন, ‘আমি দীর্ঘ ৩৯ বছর সুনামের সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী করেছি। ২০১৬ সালে অবসর গ্রহনের পর আমি আল্লাহর পথে তাবলীগ জায়ামাত ও ধর্ম-কর্ম করে সময় অতিবাহিত করি। তাবলীগ জামায়াতে থাকার কারণে অধিকাংশ সময় আমার বাড়ির বাইরে বিভিন্ন জেলায় থাকতে হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার একটি কুচক্রিমহল সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য হিসেবে আমার নাম দেয়। যা আমার জানা ছিল না। উক্ত কমিটিতে যারা আমার নাম দিয়েছে তারা আমার মতামতের তোয়াক্কা করেনি। পরবর্তীতে গত ৫ আগষ্টের পর লোক মুখে জানতে পারি যে আমি সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য।

আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিরি সদস্য পদের বিষয়টি নিয়ে আমি নানা জটিলতা ও বিড়ম্বনায় পড়ি। তাই আজ (১২ মে ২০২৫ ইং সাল) থেকে আমি নিষিদ্ধ আওয়ামী লীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আহবায়ক কমিটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে আমি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোন কমিটির বা সংগঠনের সদস্য নই এবং তাদের কারো সাথে আমার কোন সম্পর্ক নেই বা থাকবে না।’

সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোলা গ্রামের প্রবীন ব্যাক্তিত্ব মো. মোস্তফা মোল্লা।