খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বীজ বিতরণ

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ১৩ মে ২০২৫


ডুমুরিয়া উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে ধনচা বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বীজ দেয়া হয়। 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন জানান, কৃষি কাজের জন্য সবুজ সার অত্যন্ত উপকারি। মাটির উর্বরতায় এ সারের ভূমিকা অনেক। আর এ সবুজ সার পাওয়া যায় ধনচা গাছ থেকে। যা উৎপাদনে জমি চাষের পর বীজগুলো বপন করতে হয়। এরপর গাছ বেড়ে ওঠার এক পর্যায়ে তা আবারও চাষ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয়। আর এতেই মাটি পায় প্রচুর পরিমাণে সবুজ সার। যে সার ফসল উৎপাদন অনেক ভুমিকা রাখে। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলার ১৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে ধনচা বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ কালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন ছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিদ হোসেন, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ হামিদুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, তুষার কান্তি বিশ্বাস প্রমুখ।