খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

তেরখাদায় জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক প্রকল্পের মূল্যায়ন সভা

তেরখাদা প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ১৩ মে ২০২৫


কৃষি স¤প্রসারণ অধিদপ্তর তেরখাদার আয়োজনে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক প্রকল্পের আওতার এক মূল্যায়ন সভা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজমুদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল­াহ। 
সভায় কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আখি শেখ, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ধীমান মজুমদার। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কপিল দেব বসাক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, পল­¬ী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রঞ্জিত সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাতসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।