খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে

অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৮ এ.এম | ১৪ মে ২০২৫


ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের সনদপত্র বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা এবং বরিশাল বিভাগ মোঃ আবুল হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান।