খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক |
০৫:০০ পি.এম | ১৪ মে ২০২৫


এবারের আইপিএল আসর মাঝপথে এসে বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা ও হামলা, পাল্টা-হামলার কারণে স্থগিত হয়েছিল আইপিএল। তবে দুই দেশই যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। উত্তেজনা প্রশমিত হওয়ায় আবার মাঠে গড়াচ্ছে আইপিএল। টুর্ন্মেন্টের খেলা আবার শুরু হবে ১৭ মে থেকে।

এদিকে আইপিএল মাঝপথে এসে থমকে যাওয়ায় তা সুসংবাদ বয়ে নিয়ে এসেছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের জন্য। আইপিএলের বাকি অংশের জন্য দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। টাইগার এই পেসারকে দলে নিয়েছে দিল্লী ক্যাপিটালস।

৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। বুধবার তাদের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তা শঙ্কায় আর ভারতে ফিরছেন না তিনি।

আইপিএলের একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। এখন পর্যন্ত সাতটি মৌসুমে খেলেছেন। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার।

এর আগে ২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।

১৭ মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা। নিরাপত্তা অজুহাতে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল।