খুলনা | শুক্রবার | ১৬ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আশাশুনির তেঁতুলিয়ায় মৎস্য ঘের জবর দখলের চেষ্টা, মামলা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ১৫ মে ২০২৫


আশাশুনিতে মৎস্য ঘের জবর দখলের চেষ্টা, ঘুনি পাটা ভাঙচুর, বাঁধ কেটে ক্ষতিসাধন ও ৫ জন আহত হওয়ার ঘটনায় আদালতে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আদালত ঘটনা তদন্তের আদেশ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ২য় পক্ষকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।
মামলার সূত্র ও বাদী পক্ষ জানান, তাদের ঝিকরা মৌজায় মালিবুনিয়া নামক বিলে কোবলা ও ডিডকৃত জমির মৎস্য ঘের রয়েছে। যা ১২ বছরের অধিককাল ভোগ দখল করে আসছে। বিবাদী একই গ্রামের শরিফুল মোড়ল, আরিফুল মোড়ল, সাইফুল মোড়ল, নজরুল মোড়লসহ অজ্ঞাতনামা ৫/৬ ব্যক্তি ঘেরটি জবর দখলের ষড়যন্ত্র করে আসছিল। ঘেরের পাশে বাদী তাছলিমা খাতুনের আপন চাচাতো ভাই রেজাউল মোড়লের মৎস্য ঘের আছে। বাদীর দেবর রেজাউলের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ আছে। গত ১১ মে রাতে বিবাদীরা দা কোদাল শাবল লোহার রড নিয়ে ঘেরে প্রবেশ করে ঘুনি পাটা ভাঙচুর ও বাঁধ কেটে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ঘেরের বাগদা, গলদাসহ বিভিন্ন প্রজাতির মাছ পাশের ঘেরের সাথে মিশিয়ে দেয়। বাদী ও বাদীর স্বামী কারণ জিজ্ঞাসা করলে অকথ্য ভাষায় গালিগালাজ, জীবননাশের হুমকি দেয়। শরিফুল দিংদের সাথে ২০২৩ সাল থেকে এই ঘের কেন্দ্রিক ঝামেলা চলে আসছে। স্থানীয় ও থানা পুলিশ পর্যায়ে একাধিকবার বসাবসি হলেও তারা শালিস মানেনি। অপরদিকে পাশের ঘের মালিক রেজাউল মোড়ল বাদী হয়ে উপরোক্ত বিবাদীসহ রুস্তম মোড়ল ও আয়ুব মোড়লকে আসামি করে বিজ্ঞ আমলী ৮ নং আদালত সাতক্ষীরায় পৃথক মামলা দায়ের করেছেন। আদালত পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন।