খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সভায় পলিথিনের ব্যবহার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ১৫ মে ২০২৫


আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। তবে উক্ত সভায় নাস্তার প্যাকেটাই ছিল পলিথিনে মোড়ানো এবং দুপুরের (ল্যাঞ্চের) ভাতের প্যাকেটে মাংশ, ভাত, সবজি ও ডালসহ ৪ পদেই মোড়ানো ছিল পলিথিন। এ নিয়ে অংশগ্রহণকারীদের মাঝে শুরু হয় নানা গুঞ্জন।
রূপান্তরের ইয়ুথ ফর দ্যা সুন্দরবন আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জার্নালিজম ফর সুন্দরবন-এর উপদেষ্টা জি এম মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মলি­কের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসান, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক হাফেজ বাকী বিল­াহ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সেক্রেটারী ও জেলা জার্নালিজম ফর সুন্দরবন এর যুগ্ম-আহবায়ক এস কে হাসান, আশাশুনি বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, ক্রিস্টান এসোসিয়েশনের লালন শাহ, সাংবাদিক বিএম আলাউদ্দীন, বারসিক উপজেলা সমন্বয়কারী আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক ইয়াছির আরাফাত, অবঃ প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, ইয়ুথ ফর দ্যা সুন্দরবন আহবায়ক কর্ণ বিশ্বাস কেডি, আশরাফ হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন বাজারে পলিথিন বিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, স্কুলে বাজারে ডাস্টবিন স্থাপন ও সচেতনতামূলক প্রচারণা, সভার আয়োজনসহ বিভিন্ন সিদ্ধান্ত ও প্রস্তাবনা গ্রহণ করা হয়।