খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আম ক্যালেন্ডার পরিবর্তন

তালায় ১১ ক্যারেট হিমসাগর আম জব্দ করে বিনষ্ট

তালা প্রতিনিধি |
১২:৫৯ এ.এম | ১৫ মে ২০২৫


তীব্র তাপদহ ও আবহাওয়া অনুকূলে না থাকায় আম ক্যালেন্ডার বিপর্যয় ঘটিয়ে পাকতে শুরু করেছে তালা উপজেলাসহ জেলার হিমসাগর আম। এতে করে আম চাষির পড়েছে বিপাকে। গাছ থেকে আম ঝরে পড়লেও সেই আম বাজারজাত করতে পারছেন না চাষীয়। বিধায় বড় ক্ষতির মুখে পড়ছেন তালার আমচাষিরা। 
এ অবস্থায় তালায় নির্ধারিত সময়সীমার আগে হিমসাগর আম পেড়ে বাজারজাত করার চেষ্টাকালে ১১ ক্যারেট আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার বারুইহাটি এলাকা থেকে আম জব্দ করা হয়। পরে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জনসম্মুখে এসব হিমসাগর আম বিনষ্ট করেন এবং একইসাথে এক আম ব্যবসায়ী তৈওবুর মোড়লকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে আমের রাজধানী খ্যাত সাতক্ষীরায় প্রশাসনের তৈরিকৃত আম ক্যালেন্ডার বিপর্যয় ঘটার তথ্যবহুল সংবাদ প্রকাশ করে যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম। সংবাদ প্রকাশে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। সর্বশেষে তথ্য মতে জেলা প্রশাসক বুধবার সন্ধ্যায় জরুরি বৈঠক বসিয়ে আম ক্যালেন্ডার বিপর্যয় থেকে উত্তরণর ও হিম সাগর আম আবহাওয়ার কারণে পাকতে শুরু করায় আগামী ২০ তারিখের পরিবর্তে ১৫ তারিখ থেকে হিম সাগর আম সংগ্রহ করা অনুমতি প্রদান করেন।