খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

যশোরে ফেন্সিডিল চোরাচালান মামলায় ইদ্রিসের তিন বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৪ এ.এম | ১৬ মে ২০২৫


যশোরে ফেন্সিডিল রাখার অপরাধে শহরের শংকরপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইদ্রিস আলী খোকন ওরফে হাতুড়ি খোকনের তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাকির হোসেন টিপু এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার সাইফুল ইসলাম। ইদ্রিস শংকরপুর বাবলাতলার মৃত শেখ আব্দুলের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৭ নভেম্বর বিকেলে কোতোয়ালি থানা পুলিশ জানতে পারে একজন বেনাপোল থেকে ফেন্সিডিল এনে চাঁচড়া চেকপোস্ট হয়ে শংকরপুরের দিকে আসছে। তাৎক্ষণিক একটি টিম শংকরপুর বাবলাতলায় অবস্থান নেয়। কিছু সময় পরে দেখতে পায় ইদ্রিস প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে আসছে। পরে তাকে আটক করা হয় ও প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন চাঁচড়া ফাড়ির ইনচার্জ সৈয়দ বায়োজিত। মামলাটি তদন্ত করে এসআই তারেক হাফিজ ২০১৩ সালের ২৫ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার রায় ঘোষণার দিনে বিচারক ইদ্রিসের উপস্থিতিতে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।