খুলনা | শুক্রবার | ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঐতিহাসিক মসজিদ নগরী বাগেরহাট নিয়ে আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ১৬ মে ২০২৫


মানব সভ্যতার ধারাবাহিকতা রক্ষা, উৎকর্ষ ও সমৃদ্ধি অর্জনে ঐতিহ্য-স্থাপনার বহুমাত্রিক গুরুত্ব রয়েছে। পূরাকীর্তি নিছক কোনো অবকাঠামো নয়, এর  মধ্যে রয়েছে শতশত বছরের  ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির অমূল্য উপাদন যা  শিক্ষা-গবেষণারও গুরুত্বপূর্ণ টুলস। এ থেকে নতুন নতুন দিক উন্মোচন হতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এসব ঐতিহ্য-স্থাপনা টিকিয়ে রাখা অপরিহার্য। কিন্তু  জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি বিশ্ব ঐতিহ্য-স্থাপনা সমূহের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। ফলে এই অমূল্য উপাদান সংরক্ষণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় বিশ্ব ঐতিহ্য স্থাপনা সংরক্ষণে যথাযথ গুরুত্বারোপ প্রয়োজন। সময় এসেছে এসব স্থাপনা সংরক্ষণে জনসচেতনতা তৈরি, স্থানীয় বা এলাকার বাসিন্দাদের সম্পৃক্ততার, সরকার ও স্থানীয় নেতৃত্বের আরও গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালনের এবং সর্বোপরি বিশ্বব্যাপী একটি কমন প্লাটফর্ম সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে সোচ্চার ভ‚মিকা পালনের।
বক্তারা বলেন, বাগেরহাট, ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য স্থান, যার অনন্য স্থাপত্য, ধর্মীয় ও সামাজিক সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, তবে তাপমাত্রা বৃদ্ধি, অতিবর্ষণ, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা এবং লবণাক্ততার বিস্তার। এখানকার স্থাপনা সমূহ বর্তমানে জলবায়ু পরিবর্তনজনিত হুমকিতে রয়েছে। এছাড়া দেশে দেশে যুদ্ধ সংঘাত, আধিপত্য এবং স্বার্থন্বেষী মহলের কারণেও বিশ্ব ঐতিহ্য ধ্বংস হচ্ছে। এসব নেতিবাচক প্রভাব থেকে কিভাবে তা সংরক্ষণ করা যায় তা নিয়ে কাজ করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে।
এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক উদ্যোগে Preserving Legacies  প্রকল্পের আওতায় বৃহস্পতিবার থেকে ১৭ মে পর্যন্ত খুলনার স্থানীয় একটি হোটেলে “ঐতিহাসিক মসজিদ নগরী বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মূল্যায়ন বিষয়ক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালার উদ্বোধন হয়েছে। 
সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে অনলাইলে যুক্ত থেকে সভপতিত্ব করেন প্রকল্পের নির্বাহী পরিচালক ড. ভিক্টোরিয়া হারম্যান। প্রধান অতিথি হিসেবে এ আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। 
তিনি বলেন, এটা একটা ভালো উদ্যোগ যে জলবায়ুগত পরিবর্তনে সৃষ্ট হুমকি থেকে ঐতিহ্য-স্থাপনা সংরক্ষণে সবিশেষ উদ্যোগ নিয়ে প্রিজার্ভিং লিগাসিস প্রকল্প কাজ করছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ আরও অনেকেই এর সাথে সম্পৃক্ত। এটা একটা সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাগেরহাটের ষাটগুম্বজ মসজিদ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে এবং তা সমানভাবে পর্যটকদের কাছে সমৃদ্ধ। আমাদের দেশে আরও এ রকম স্থাপনা রয়েছে যা সংরক্ষণ যা পরিচিতি লাভ করলে পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তা ছাড়া এসব স্থাপনা ইতিহাসের অমূল্য উপাদান। 
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের বাগেরহাট সাইট টিমের মুখ্য সমন্বয়কারী খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খন্দকার মাহফুজ উদ দারাইন। এছাড়া বক্তৃতা করেন প্রকল্পের সমন্বয়কারী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমীন উদ্বোধনী অনুষ্ঠানের পর Preserving Legacies প্রকল্প এবং এর CRA পদ্ধতির বিস্তারিত উপস্থাপন করা হয়। স্থানীয় স¤প্রদায়ের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, গবেষক, এনজিও প্রতিনিধি, পুরাকীর্তি সংরক্ষণবিদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।  
আগামীকাল ১৭ মে (শনিবার) বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে সুপারিশমালা উপস্থাপন এবং অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হবে। তিন দিনব্যাপী এই আয়োজনে মূলত ঐতিহাসিক বাগেরহাট শহরের জলবায়ু সংবেদনশীলতা, এক্সপোজার (প্রকাশিত ঝুঁকি) এবং অভিযোজন ক্ষমতা বিশ্লেষণের মাধ্যমে একটি সামগ্রিক জলবায়ু ঝুঁকি মূল্যায়ন (Climate Risk Assessment- CRA)  সম্পাদন করা হবে। দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা IPCC এর ভবিষ্যৎ জলবায়ু পরিস্থিতি (SSP2-4.5 I SSP5-8.5) অনুযায়ী ২০৬০ ও ২১০০ সালকে ভিত্তি ধরে ভবিষ্যৎ ঝুঁকিগুলোর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করবেন। তৃতীয় দিনে বর্তমান অভিযোজন ব্যবস্থাসমূহ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুপারিশ প্রস্তুত করা হবে।