খুলনা | শুক্রবার | ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

দিঘলিয়ার বারাকপুরে বিএনপি’র সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে : মন্টু

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ১৬ মে ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার না থাকায় দেশের ভেতরে ও বাইরে স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা নানামুখী উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে অপতৎপরতা চালাচ্ছে। আইন-শৃঙ্খলার অবনতিসহ নানান কারনে দেশের মানুষ অস্বস্তিতে আছে। এই অবস্থায় অতি দ্রুত একটি জাতীয় নির্বাচন দরকার যা এখন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। আর তরুণ-যুবকদেরকেই তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দিঘলিয়া উপজেলা বারাকপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু সম্মেলন উদ্বোধন করেন। ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। দ্বি-বার্ষিক সম্মেলনের পর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল নির্বাচন পরিচালনা করেন। আগামীকাল শনিবার খুলনা বিভাগীয় তারুণের সমাবেশ সফলে সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহŸান জানিয়েছেন নেতৃবৃন্দ।