খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

দিঘলিয়ায় জামায়াত নেতা কবিরুল ইসলাম

আল কুরআনের কল্যাণে রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত সম্ভব

দিঘলিয়া প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ১৬ মে ২০২৫


খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও খুলনা-৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, আল কুরআনের কল্যাণে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের সকল স্তরে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত সম্ভব। কারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের কোথাও আজ মানুষের মৌলিক অধিকার নেই। মৌলিক অধিকার নিশ্চিত করতে সৎ ও আল­াহভীরু লোকদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন। জামায়াতে ইসলামী সৎ ও আল­াহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে সৎ ও যোগ্য লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। এই কুরআনের বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। 
স্বাস্থ্যই সকল সুখের মূল এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়া তেঁতুলতলা মোড়ে সদর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কর্মসূচির উদ্বোধন করেন  উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান। ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য এড. আবু ইউসুফ মোল­া, খুলনা আঞ্চলিক পাট ও বস্ত্রকল শ্রমিক নেতা খান গোলাম রসুল, জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী মোঃ ইলিয়াস হুসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসান, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা সহকারি সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মোঃ সাইফুল­াহ মানসুর, মাওলানা আব্দুর রহিম। আরো উপস্থিত ছিলেন মোল­া খলিলুর রহমান, মোল­া কামরুল ইসলাম, মোঃ মুরাদুর রহমান, হাফেজ সাইফুল ইসলাম, মোঃ মহসীন উদ্দীন প্রমূখ।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত  মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের  মাধ্যমে প্রায় ৫০০ জন দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা পরামর্শ ও ফ্রি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ এফ এম আহসানুল কবির, এমবিবিএস (বিসিএস স্বাস্থ্য), এফ সি পি এস (মেডিসিন) পার্ট-২ জাতীয় কিডনি হাসপাতাল, ডেন্টিস্ট ফয়সাল আহমেদ, প্রফেসর খুলনা মেডিকেল কলেজ, মোঃ আসাদুল হক, সাবেক টেকনোলজিস্ট ও সেকশন অফিসার, কুয়েটসহ আরো কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার। ডাক্তারগণ এ সময় ব্লাড প্রেসার পরিমাপ, ব্লাড গ্র“পিং করন, দন্ত চিকিৎসা এবং ফ্রি ওষুধ সরবরাহ করেন।