খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

চুকনগরে দু’দিনব্যাপী ফাস্ট ওপেন স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট শুরু

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:০২ এ.এম | ১৭ মে ২০২৫


ডুমুরিয়ার চুকনগরে শুরু হয়েছে দু’দিনব্যাপী ফাস্ট ওপেন স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট। দাবা ফেডারেশনের সহযোগিতায় স্থানীয় চেস ক্লাবের উদ্যোগে চুকনগর ডিগ্রী কলেজে শুক্রবার বেলা ১১টা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শেষ হবে। এর আগে সকাল ১০ টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন। বিশেষ অতিথি ছিলেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হাফিজ মাহমুদ, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও চুকনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন। সাংবাদিক দীপ্তিমান বাপ্পীর পরিচালনায় এ টুর্নামেন্টে দেশের ২০ জেলার কমপক্ষে দেড় শতাধিক দাবাড়– অংশ নিয়েছেন। প্রথম দিন ৩ রাউন্ড খেলা হয়েছে। প্রধান অতিথি তার বক্তৃতায় এ বুদ্ধিদৃপ্ত খেলায় যুব সমাজকে বেশি করে সম্পৃক্ত করার আহŸান জানান।