খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আদালতের রায়ে অসন্তুষ্ট আছিয়ার মা

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৭ পি.এম | ১৭ মে ২০২৫


মাগুরায় শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড এবং দুই ছেলে ও স্ত্রীকে খালাস ঘোষণা করা হয়েছে। কিন্তু, এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আছিয়ার মা আয়েশা বেগম।

আজ শনিবার (১৭ মে) সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ মামলায় রায় ঘোষণা করার পর তিনি এ অভিমত ব্যক্ত করেন।

ভুক্তভোগী আছিয়ার মা আয়েশা বলেন, হিটু শেখের ফাঁসির আদেশ হলেও অন্য তিনজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।  এ রায় আমরা মেনে নিতে পারছি না।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাদী এই রায়ে সন্তুষ্ট হয়নি। তাই আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায় কিনা।