খুলনা | রবিবার | ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মঞ্জু সভাপতি, জাফর মহাসচিব

বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ কমিটি পুনর্গঠন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ১৮ মে ২০২৫


বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র সাধারণ সভা ও কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার ঢাকাস্থ বিজয়নগর টাপা কমপ্লেক্স-এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন মন্জু।  বক্তৃতা করেন দৈনিক মজলুমের কণ্ঠ’র সম্পাদক জাফর আহমেদ, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইমলাম, গণদাবী সম্পাদক গোলাম কিবরিয়া, মাতৃকণ্ঠ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, দৈনিক ফরিদপুর সম্পাদক সাঈদ আলী হোসেন নান্নু, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক সানসাইন সম্পাদক মোঃ ইউনুস আলী, দৈনিক যুগের আলো সম্পাদক মমতাজ শিরিন ভরসা, দৈনিক ভোরের আলো সম্পাদক অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, দৈনিক নবচিত্র’র নির্বাহী সম্পাদক আজমুল হোসেন প্রমুখ।
বক্তারা বিজ্ঞাপন নীতিমালা ২০০৮ এর ধারা-২ এর উপ-ধারা (ঙ) এবং ধারা-৩ এ বিপরীতার্থক ভাষা সংশোধন পূর্বক জাতীয় দৈনিক সংবাদপত্র এবং আঞ্চলিক/স্থানীয় দৈনিক সংবাদপত্রে সরকারি সকল বিভাগের বিজ্ঞাপন প্রদান বাধ্যতামূলক করা এবং বিভিন্ন দিবসের সরকারি ক্রোড়পত্রের ইনসারশন বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবি জানান সরকারের কাছে। এছাড়া পত্রিকা প্রকাশে নিউজপ্রিন্ট কাগজ, কালীসহ প্রতিটি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এ অবস্থায় ক্রোড়পত্রের বকেয়া বিল এবং বিভিন্œ সরকারি প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের বকেয়া বিল দ্রুত পরিশোধ করে সংবাদপত্রে বিদ্যমান অর্থনৈতিক সংকট দূর করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান বক্তারা। 
বক্তারা অন্তর্বর্তী সরকার ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং এটি একটি অগণতান্ত্রিক পদক্ষেপ বলে মনে করেন। এ ধরনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের তালিকায় অনেক পেশাদার সাংবাদিক এবং সম্পাদকরাও রয়েছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অবিলম্বে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানে সরকারকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।
আলোচনা সভা শেষে সভার সর্বসম্মতিক্রমে ঝালকাঠি’র দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্জু’কে পুনরায় সভাপতি ও টাঙ্গাইল’র দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও সংগঠনের সহ-সভাপতি জাফর আহমেদকে মহাসচিব নির্বাচিত করে ৮০ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।