খুলনা | রবিবার | ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

যশোরে স্বাস্থ্য বিভাগের অভিযানে তিন ফার্মেসীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২২ এ.এম | ১৮ মে ২০২৫


যশোর শহরের কয়েকটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। এসব ফার্মেসীতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এ কারণে ৩টি ফার্মেসীর মালিককে গুণতে হয়েছে জরিমানা। অন্যদের সতর্ক করা হয়েছে।
শনিবার বিকেলে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান সরদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অনুমোদনহীন ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ঘোপ নোয়াপাড়া রোডের ৩টি ফার্মেসী মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে রিপন ফার্মেসী, মনির ফার্মেসী ও জামান সার্জিকালে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত এসব ফার্মেসীগুলোকে সতর্ক করেছে। ভবিষ্যতে অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।