খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ইশরাকের শপথ ইস্যুতে সোমবার নগর ভবন ও আশপাশের এলাকা ব্লকেড

খবর প্রতিবেদন |
০৪:২৯ পি.এম | ১৮ মে ২০২৫


বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায়ে এবার নগর ভবন ও এর আশপাশের এলাকা ব্লকেড করার ঘোষণা দিয়েছে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনকারীরা। সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালন করবে তারা।

রোববার (১৮ মে) দুপুরে নগর ভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান।

এর আগে সকাল ৯ টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ‘ঢাকাবাসী’র ব্যানারে তার সমর্থকরা।

পরে দুপুর ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে ফের সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। নগর ভনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান নেন তারা।

এর আগে গত বুধবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা।

ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সেখানে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। সেই নির্বাচনে ইশরাক হোসেন বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন।

তবে ছাত্র-জনতার প্রবল আন্দোলনে পট পরিবর্তন হয় দেশের। পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ঘটনার পর গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়। এরপর গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

পরবর্তীতে গত ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু মেয়র হিসেবে এখনো শপথ নেওয়া হয়নি তার।