খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশে দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক যবিপ্রবিতে সচেতনতামূলক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৯ এ.এম | ১৯ মে ২০২৫

 
বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক এবং এদের অর্ধেকই তরুণ ও বিবাহযোগ্য, এ তথ্য জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও ফ্রি স্ক্রিনিং ক্যাম্পেইন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ও বায়োটেডের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এম এ মাজিদ এবং বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর সিরাজুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়োটেডের নির্বাহী পরিচালক ডঃ মুহাম্মদ সওগাতুল ইসলাম। তিনি বলেন, দেশের অধিকাংশ থ্যালাসেমিয়া বাহকই জানেন না তারা বাহক কি না, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
বক্তারা বলেন, থ্যালাসেমিয়া একটি নীরব মহামারী এবং এর সহজ কোনো চিকিৎসা নেই। সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব হলেও জনসচেতনতার অভাব ও সরকারি উদ্যোগের ঘাটতি এতে প্রধান বাধা।
সেমিনারে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চালানো হবে। থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহŸান জানান বক্তারা।