খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩ পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৯ এ.এম | ১৯ মে ২০২৫


যশোর শহরের চাঁচড়া-পালবাড়ি সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের আরবপুর এলাকায় রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত চলা এ অভিযানে রুট পারমিট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় তিনটি পরিবহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট,এনডিসি ও স্থানীয় প্রতিনিধি।  
সোহাগ পরিবহনের একটি বাসকে বৈধ রুট পারমিট না থাকায় ৪ হাজার, শাপলা পরিবহনকে ২ হাজার ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় হামদাম পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র জানায়, যশোরের প্রায় ১৮টি রুটে চলাচলকারী অধিকাংশ বাসেই নেই বৈধ পারমিট বা ড্রাইভিং লাইসেন্স। এছাড়া ট্রাক, ইজিবাইক, টেম্পু ও অন্যান্য যানবাহনও নিয়ম না মেনে চলাচল করছে, যা দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে।